আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী


আজ একদিনের সফরে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন দুপুর ২টায় তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
জনসভার আগে প্রধানমন্ত্রী রাজশাহীর ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এর মধ্যে ২০টি প্রকল্পের উদ্বোধন ৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রঙিন হয়ে উঠছে রাজশাহী। চারদিকে দেখা দিয়েছে সাজ সাজ রব। চলতি মেয়াদে এটি প্রধানমন্ত্রীর রাজশাহী দ্বিতীয় সফর।
এদিকে রাজশাহী জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ জানিয়েছেন, রাজশাহী সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী যে ২০টি উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে ১৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে পুঠিয়ায় বারনই নদীতে ড্যাম নির্মাণ, ২ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে রাজশাহী (নর্থ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ, ১ কোটি ৫১ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে নওহাটা ফায়ার স্টেশন নির্মাণ, ২৪ কোটি টাকা ব্যয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট নির্মাণ।
এছাড়াও বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ৫ তলা একাডেমিক ভবন নির্মাণ, শহীদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের ৫ তলা একডেমিক ভবন নির্মাণ, দামকুড়া হাট কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ, আড়ানী ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ, তানোর আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ, বাগমারা কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ, বিড়ালদহ কলেজের ৪ তলা একাডেমিক ভবন নির্মাণ, রাজশাহী মহানগরীর নবনির্মিত ৮টি থানা ও গোদাগাড়ী উপজেলায় প্রশাসনিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
অপরদিকে প্রধানমন্ত্রী যে ৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তার মধ্যে রয়েছে ১ হাজার ৫শ’ কোটির টাকা ব্যয়ে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ, প্রায় ৯শ’ ১৫ কোটি টাকা ব্যয়ে কাশিয়াডাঙ্গা ও মেহেরচণ্ডীতে।