২০০তম ম্যাচে মাঠে নামছেন সাকিব

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ এএম, বুধবার, ৫ জুন ২০১৯ | ৪৮২

বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ২০০তম ম্যাচে মাঠে নামবেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বুধবার (৫ জুন) বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই লাল-সবুজ জার্সি গায়ে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক অর্জন করবেন সাকিব।

এখন পর্যন্ত ১৯৯ ম্যাচে ব্যাট হাতে সাতটি সেঞ্চুরিতে ৫ হাজার ৭৯২ রান ও বল হাতে ২৫০ উইকেট শিকার করেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় বাংলাদেশ। ৭৫ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন তিনি।

সাকিবের আগে বাংলাদেশের হয়ে ২০০ ম্যাচ খেলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও উইকেটরক্ষক-সাবেক দলপতি মুশফিকুর রহিম। মাশরাফি ২০৮টি ও মুশফিক ২০৬টি ম্যাচ খেলেছেন।

এছাড়াও চলতি বিশ্বকাপে আর ছয়টি ম্যাচ খেললেই বাংলাদেশের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।