বিএনপি-জামায়াত জোট দেশের অনেক ক্ষতি করেছে: ইনু


বিএনপি সাথে কোন আলোচনায় আপোষ নয়, বিএনপি-জামায়াত জোট দেশের অনেক ক্ষতি করেছে।বিএনপি যুদ্ধ অপরাধীর বিচার চায় নাই।
তাই আগামী নির্বাচনে জঙ্গি জামায়াত ও রাজাকারের নেত্রী খালেদা জিয়াকে বয়কট করতে হবে। আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় এনে দেশকে মধ্যম আয়ের দেশ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা জাসদের আয়োজনে স্থানীয় ডাক বাংলা মাঠে জাসদের হাতীবান্ধা উপজেলার শাখার সভাপতি মোঃ ছাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
দুর্নীতি মামলার রায়ে বিএনপি নেত্রী বেগম খালেদা এখন জেলে তাদের সাথে কোন আলোচনা নয়। বিএনপি এদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় সদস্য লিয়াকত আলী, এমদাদুল হক এমদা, কুমারেশ রায় রফিকুদৌলা চান, লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম।
স্বাগত বক্তব্য রাখেন, জাসদ হাতীবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বজলার রহমান বজু, জাসদ নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, পঞ্চগড় জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ অলিয়ার রহমান প্রমুখ।