কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


টাঙ্গাইলের কালিহাতীতে ২০১৮-১৯ অর্থ বছরে রবি মৌসুমের সরিষা , বোরো, ভূট্টা ও চিনাবাদাম এবং খরিপ-১ মৌসুমে তিল ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
বুধবার ( ৩১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ১২০০’শ কৃষকের মধ্যে ১১০০’শ কৃষকের মাঝে রবি মৌসুমের সরিষা, ভূট্টা, ও বোরো ধানের বীজ ও সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।
বাকী ১ ’শ কৃষকের মাঝে চিনা বাদাম ও তিল বীজ উৎপাদনের মৌসুমে বিতরণ করা হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে বীজ ও সার বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এ.এম শহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: শহিদুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান প্রমূখ।