শহীদ বেদীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ এএম, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮ | ৩৭৬

ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মাহুতি দেয়া শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (মঙ্গলবার) একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে প্রথমে রাষ্ট্রপতি শ্রদ্ধা অবনত চিত্তে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা দিয়ে শ্রদ্ধা জানান।

পরে তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অ্যাটর্নি জেনারেল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।