টাঙ্গাইলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত


টাঙ্গাইলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো নুরুল আমিন একুশের প্রথম প্রহরে (রাত ১২টা এক মিনিট) শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করার মধ্যদিয়ে দিবসের কর্মসূচী শুরু করেন।
এরপর একে একে পুষ্পার্ঘ দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মো: মাহবুব আলম পিপিএম(বার), জেলা পরিষদ, টাঙ্গাইল পৌরসভা, খন্দকার জহুরুল হক ডিপটীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কমান্ড,টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা, টাঙ্গাইল প্রেসক্লাব, আলোকিতপ্রজন্ম.কম,টাঙ্গাইল অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন,টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, বিএমএ টাঙ্গাইল, স্বাচিব টাঙ্গাইল শাখা, সাধারণ গ্রন্থাগার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, টিচার্স ক্লাব, ভাসানী ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়মাী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, ভাসানী অনুসারী পরিষদ, করোনেশন ড্রামাটিক ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে রাতে শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় শহীদ মিনারে ভাষার গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।