মধুপুর-ধনবাড়ীতে মহান ২১ শে ফেব্রুয়ারী পালনে নানা কর্মসূচী


৬৬ বছর আগে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির এই দিনে রফিক, সালাম, বরকত, শফিক, জব্বাররা মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন।
তাদের তাজা রক্তের বিনিময়ে শৃঙ্খলমুক্ত হয়েছিল মায়ের ভাষা, বাংলা বর্ণমালা। আগামীকাল মহান ২১ শে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী দুই উপজেলা প্রশাসন,থানা প্রশাসন, পৌরসভা,মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন স্কুল কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচী হাতে নিয়েছে।
বুকে কালোব্যাজ পরে আগামীকাল ভোরে সকালে খালি পায়ে শহীদ মিনারে গিয়ে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাবে। পরে ভাষা শহীদের রুহের শান্তি কামনায় কোরআন তেলাওয়াত করা হবে। বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে মাতৃভাষা দিবসের উপর গান, কবিতা, ছড়া আবৃত্তি করা হবে।