গোপালপুর
বাল্য বিয়ের কাবিন করার অভিযোগে নিকাহ রেজিস্ট্রার আটক


টাঙ্গাইলের গোপালপুরে নাবালিকাকে সাবালিকা দেখিয়ে বিয়ের কাবিন করার অভিযোগে আজ শুক্রবার সন্ধ্যায় মনিরুল ইসলাম (পিন্টু মাস্টার) নামক এক নিকাহ রেজিস্ট্রারকে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।
সে নগদাশিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত বাদশা মাস্টারের ছেলে ও নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
জানা যায়, ওই নিকাহ রেজিস্ট্রার হেমনগর ইউনিয়নের সোনাআটা গ্রামের রমজান আলীর কলেজ পড়–য়া অপ্রাপ্ত বয়স্ক ছেলে সুজন মিয়ার সাথে একই গ্রামের মজিদ মিয়ার মেয়ে ও বেলুয়া দশম শ্রেণির ছাত্রী স্বপ্নার বিয়ের কাবিন করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে হাতেনাতে আটক করে থানা হাজতে নিয়ে আসে। একই সাথে তারা বর সুজন ও তার পিতা রমজান আলী এবং কনের পিতা আ. মজিদকেও আটক করে।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, উভয় পক্ষের লোকজন এসে বর ও কনের জন্ম নিবন্ধনের সনদপত্র থানায় জমা দিয়েছে। আমরা যাচাইবাছাই করে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।