লালপুরে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরন

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৪ পিএম, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৮৯

নাটোরের লালপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায়, শীতার্ত, দুঃস্থ ও অতি দরিদ্র জনসাধারনের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরন করা হয়।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিতদের হাতে কম্বল ও শুকনা খাবার তুলে দেন। এ সময় ২ শ ৩০ জনকে শুকনা খাবার ও ৩ শ জনের মাঝে কম্বল বিতরন করা হয়।

বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, সদস্য আব্দুস সাত্তার হিরু, ফিরোজ আল হক ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, চংধুপইল ইউপি চেয়ারম্যান আবু আল বেলাল, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন প্রমুখ।

সালাহ্ উদ্দিন/এইচএইচ