ফ্লোরিডায় স্কুলে প্রাক্তন ছাত্রের গুলিবর্ষণ॥ নিহত ১৭


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। নিহতদের সবাই পার্কল্যান্ডের ব্রোয়ার্ড কাউন্টি এলাকার মারজরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের শিক্ষার্থী।
বুধবার স্থানীয় সময় বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর পরই ১৯ বছর বয়সী হামলাকারীকে আটক করেছে পুলিশ। নিকোলাস ক্রুজ নামে ওই হামলাকারী একই স্কুলের সাবেক ছাত্র। তাকে এই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির ঠিক আগমুহূর্তে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
হামলাকারী ক্লাসরুমে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ২০ জন আহত হন। আহতদের মধ্যে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। নিউইয়র্ক টাইমস জানায়, সর্বশেষ নিহতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে।
এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।২০১৬ সালের জরিপ অনুযায়ী, ৩১ হাজার মানুষের বসবাস পার্কল্যান্ড ফ্লোরিডার সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে পরিচিত। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রে অবাধ অস্ত্র আইন নিয়ে আবারও সমালোচনার ঝড় উঠেছে। তবে ১৯ বছর বয়সী নিকোলাস কীভাবে অস্ত্র পেল, তা খতিয়ে দেখছে পুলিশ।