ভালবাসা দিবসে বেড়াতে গিয়ে
সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর নিহত


ভালবাসা দিবস উপলক্ষে ঘুরতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী জাহিদ (১৬) নামের এক যুবক নিহত এবং দুই বন্ধু আহত হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল সদর বেবিষ্ট্যান-নাগরপুর সড়কের বুরবুড়িয়া বাজারের সামনে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত জাহিদ ভাল্লুককান্দি গ্রামের জাবেদ মিয়ার বড় ছেলে ।
আহতদের গুরুতর অবস্থায় তাৎক্ষনিকভাবে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল বেলায় জাহিদ তার দুই বন্ধুকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে এলাসিন সেতু দেখার উদ্যেশে রওনা দেয় ।
এলাসিন সেতু দেখে বাড়ীতে আসার পথে ছিলিমপুর বাজারের পরে বুরবুড়িয়া বাজার নামক স্থানে তাদের গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেল আরোহী তিন জনই রাস্তায় পড়ে যায় । এতে ঘটনাস্থলে জাহিদ নিহত হয় এবং আহত দুই বন্ধুকে গুরুতর অবস্থায় তাৎক্ষনিকভাবে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক জানান, মৃত্যুর সংবাদ আমি পেয়েছি । ভবিষ্যতে বেপারোয়া ভাবে গাড়ি চালিয়ে জাহিদের মত আর কোন সন্তান যেন প্রান না হারায় সেজন্য উপস্থিত অভিভাবকদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানান তিনি ।