‘অকারণ বৈঠক’ চান না ট্রাম্প, পুতিনের সঙ্গে আলোচনা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৪ পিএম, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ | ৫২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নতুন কোনো বৈঠকে যেতে চান না। ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার অগ্রগতি না হওয়ায় হোয়াইট হাউস বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে। খবর বিবিসি।

ট্রাম্পের মতে, যেহেতু যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার অনড় অবস্থানের কারণে আলোচনায় কোনো ফল আসছে না, তাই এ আলোচনা ‘সময় নষ্ট’ ছাড়া আর কিছু নয়।

গত আগস্টে আলাস্কায় ট্রাম্প ও পুতিনের শেষ মুখোমুখি বৈঠক ফলহীন ছিল। এবার একই পরিস্থিতি এড়াতে হোয়াইট হাউস বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

এদিকে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে নির্ধারিত বৈঠকও বাতিল করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ফোনে প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন হয়েছে।