নারান্দিয়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান


কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে এবার ১৩ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যােগে সোমবার বিকেলে প্রতিটি মণ্ডপ পরিদর্শন এবং অনুদান প্রদান করা হয়।
নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে ২ টি, নগরবাড়ী গ্রামে ১ টি, নারান্দিয়া গ্রামে ২ টি, কদমতলী গ্রামে ১ টি, নাগা গ্রামে ১ টি, লুহুরিয়া গ্রামে ১টি, পালিমা গ্রামে ৪ টি এবং দক্ষিণ মালতী গ্রামে ১ টি দুর্গাপূজা হচ্ছে।
এক রঙ্গের পাঞ্জাবি পরিহিত কমিটির সদস্যদের মোটরসাইকেলের শোভাযাত্রাটি এলাকার সবার নজর কাড়ে। ব্যক্তিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে হিন্দু সমাজ।
মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গুপিনাথ মোদক ও সাধারণ সম্পাদক রানা সরকার, নারান্দিয়া ইউনিয়ন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মাধাই চন্দ্র দাস ও সদস্য সচিব শিবেশ চন্দ্র মোদকসহ কমিটির ৮০ সদস্য।