ধনবাড়ীতে জমি দখলের পায়তারা, মামলা দিয়ে হয়রানির অভিযোগ


টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি বে-দখলের পায়তারা করছে করছে প্রতিপক্ষরা বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি উত্তর পাড়া এলাকায়।
ভোক্তভোগী জমির মালিক রফিকুল ইসলাম তালুকদার অভিযোগ করে জানান, আমার পৈত্তিক সম্পত্তি গত কয়েক মাস যাবত মুশুদ্দি মৌজার ২ একর ৫৫ মোট জমি তার মধ্যে ২০ শতাংশ জমি প্রতিবেশী মৃত হাবেল উদ্দিনের ছেলে কিসলু, হারুন ও খসরু গংরা ওয়ারিশের জমি কিনছে এমনটা দাবী করে তারা দখলের পায়তারা চালাচ্ছে। শুধু তাই নয় তারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এবং কী এলাকার কিছু কুচক্রী লোকজনের যোগসাজস রয়েছে যে কোন সময় তারা বিশৃঙ্খলা করার জন্য হুমকি দিচ্ছে। শুধু তাই নয় যে কোন সময় তারা ওই ধান রোপন করা জমিটি দখল করে নিবে এবং কী কেউ বাঁধা দিতে গেলে তাকে মেরে ফেলে লাশ গুম করে ফেলার হুমকিও দিচ্ছে বিবাদীরা। জমির রেকর্ড,খাজনা, খারিজসহ সকল কাগজপত্র আমার । বিবাদী গংরা উল্টো টাঙ্গাইল আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এঘটনায় আমি ও আমার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। উক্ত ঘটনায় সঠিক বিচার দাবী করছি।
এঘটনায় স্থানীয় বদিয়ার খাঁ, আজিজুল হক, শফিকুল ইসলাম ও রেজিয়া খাতুনসহ এলাকাবাসী জানান, জমিটি প্রায় ৩০ থেকে ৩৫ বছর যাবত রফিকুল ইসলাম রফিক তালুকদার ও তার পরিবারারের লোকজন পৈত্তিক সম্পত্তির জমিটি চাষাবাদ করে আসছে। তার মধ্যে হঠাৎ করেই বিবাদী কিসলু গংরা জমিটি বেদখল করার জন্য বারবার পায়তারা করছে তারা।
এবিষয়ে বিবাদী কিসলু হারুন খসরু গংদের বাড়ীতে জানতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।
এব্যাপারে ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ জানান, এবিষয়ে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।