শারদীয় দূর্গা পূজায় টাঙ্গাইলে আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর

হাফিজুর রহমান
প্রকাশিত: ০২:৪৭ পিএম, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৬৮

আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনসহ ধনবাড়ী উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় ধনবাড়ীর সর্বস্তরের প্রশাসন সদা সর্বদা তৎপর রয়েছে।

মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, ইভটিজার, অনলাইন জুয়া,চুরি-ছিনতাই , বাল্য ববিাহ, ঘুষ কারবারি বন্ধ সহ বভিন্নি অপরাধমূলক বিষয়ে গুরুত্বারোপ করে আলোচনা সভায় কড়া হুশিয়ারী বক্তব্য দেন ধননবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ।

বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) সকালে ধনবাড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দূর্গাপূজা উদযাপন ও মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে আরোও বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর শোয়েব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফন্ট এর সভাপতি বাবু নিরঞ্জন দাস , সাধারণ সম্পাদক বাবু উৎপল বসাকসহ অন্যান্যরা।

সভায় উপজেলার সকল পূজামন্ডবের সভাপতি সাধারণ সম্পাদক ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।