ফোর-জি নিলামে সোয়া ৫ হাজার কোটি টাকা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:২১ পিএম, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৭৯

দেশে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের (ফোর-জি) তরঙ্গের নিলাম থেকে পাঁচ হাজার ২৮৯ কোটি টাকা আয় করেছে সরকার।

রাজধানীর ঢাকা ক্লাবে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলাম শেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাজাহান মাহমুদ জানান, নিলামে অংশ নিয়ে দুই অপারেটর বাংলা লিংক ও গ্রামীণফোন মোট তিন হাজার ৮৪৪ কোটি টাকায় ফোরজি তরঙ্গ বরাদ্দ নিয়েছে।

এছাড়া টু জি ও থ্রি জি সেবার জন্য বরাদ্দ করা তরঙ্গে প্রযুক্তি নিরপেক্ষতা দিয়ে গ্রামীণফোন ও বাংলালিংক ও রবির কাছ থেকে সরকার পেয়েছে এক হাজার ৪৪৫ দশমিক ০৮ কোটি টাকা।

আজকের নিলামে অংশ নেয় মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংক। নিলামে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।

ফোরজি নীতিমালা অনুসারে ১৮ মাসের মধ্যে সবগুলো জেলা শহরে নতুন প্রজন্মের এ সেবা চালু করতে হবে। আর ৩৬ মাসের মধ্যে উপজেলা পর্যায়ে এই সেবা নিয়ে যেতে হবে। তবে শুরুর দিকে শুধু বড় শহরেই এই সেবা পাওয়া যাবে। কেননা, এখনও সারাদেশে থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করতে পারেনি টেলিকম অপারেটরগুলো।

বিটিআরসি বলছে, তরঙ্গ কেনার পর মোবাইল ফোন অপারেটরগুলো সেবার মান বাড়াতে পারবে।