গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে-তারেক রহমান

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ | ৯২

দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘অনেকে মনে করছেন, নির্বাচন সহজ হবে। এক বছর আগে বলেছিলাম, যত সহজ ভাবছি, তত সহজ নয় বিষয়টি। পারস্পরিক বিষয় দেখলে মনে হয়, সেই কথাই বোধহয় সত্য হতে যাচ্ছে।’

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষীক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণ যা সমর্থন করে তার বাইরে কোনো পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না। গণতন্ত্রকে যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সে জন্য গণতন্ত্রকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছে। সবাই মতামত দিয়েছে। বিএনপি যেসব বিষয়ে একমত হতে পারেনি, সে সব বিষয়ে আসুন জনগণের ওপর আস্থা রাখি। সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা সরকার গঠন করতে সক্ষম হলে, কীসের ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করবে, তা আড়াই বছর আগেই আমরা উপস্থাপন করেছি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন বিষয়ে বেশকিছু রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য দিচ্ছে, বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি অরাজক পরিস্থিতি তৈরি হয়, স্বৈরাচার ফিরে আসার পরিস্থিতি তৈরি হয় তাহলে তা দেশ ও দেশের মানুষের জন্য ভাল ফল বয়ে আনবে না। জনগণ বাছাই করে নেবে, কে আগামী দিনে দেশকে পরিচালনা করবে। যাদের নীতি আদর্শ জনগণ পছন্দ করবে তারাই দেশ পরিচালনা সিদ্ধান্ত নেবে।রাজনৈতিক দলগুলো যদি আলোচনার পরিবর্তে, জনগণের কাছে যাবার পরিবর্তে শুধু বিভাজন করতে থাকে তবে স্বৈরাচার ফিরে আসার ও অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে।

এর আগে, সকালে দ্বি-বার্ষীক সম্মেলনের উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া, দলটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুর করিমের সভাপতিত্বে দ্বি-বার্ষীক সম্মেলন আরও বক্তব্য দেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, জেলা মহিলাদলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েস আলীসহ প্রমুখ।