নাগরপুরে চারাবাগ ফুটবল  টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১২ পিএম, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ | ৫৬৩

টাঙ্গাইলের নাগরপুরে চারাবাগ আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  বিকেলে ঐতিহ্যবাহী মামুদনগর শ্মশান  মাঠে এ খেলার  আয়োজন করেন চারাবাগ গ্রামবাসী। খেলায় ধুবড়িয়া ফুটবল একাডেমি ও পাচঁতারা হিজবুল্লাহ স্পোর্টিং ক্লাব ভারড়া এই দুটি দল অংশ গ্রহণ করে।

চারাবাগ গ্রামের সমাজসেবক  মো. আবু আহাম্মেদ  কাশেম এর সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও সাবেক যুগ্ম-আহ্বায়ক টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মীর আবুল কালাম আজাদ। খেলাটি উদ্বোধন করেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কিবরিয়া মোল্লা। ধুবড়িয়া ফুটবল একাডেমি কে ০-১ গোলে হারিয়ে পাচঁতারা হিজবুল্লাহ স্পোর্টিং ক্লাব ভারড়া বিজয়ী হয়। খেলাটি উপভোগ করতে দুর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক মামুদনগর শ্মশান মাঠে উপস্থিত হন ।