বোলিং সাফল্যে ৯ উইকেটের জয় বাংলাদেশের


প্রথম ম্যাচে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে ডাচদের হারিয়েছিল বাংলাদেশ। আজ সোমবার সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ পেল আরো বড় জয়। লিটন দাসের দল আজ ৪১ বল বাকি থাকতে ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয়।
এর মধ্য দিয়ে ২-০তে সিরিজ জয় নিশ্চিত হলো টাইগারদের। ফলে আগামী বুধবারের ম্যাচটি রূপ নিল কেবলই আনুষ্ঠানিকতায়।
বোলিং সাফল্যে এসেছে টানা দ্বিতীয় জয়। নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাঁড়াশি আক্রমণের মুখে ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর ১০৪ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে তানজিদ হাসান তামিমের ফিফটিতে ১৩.১ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ। তানজিদ ৪০ বলে ৫৪ ও লিটন দাস ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। এর আগে পারভেজ হোসেন ইমন করেন ২১ বলে ২৩ রান।
৪০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। কাইল ক্লাইনের বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন পারভেজ হোসেন ইমন। ২১ বলে ২৩ রান করেছেন এ ওপেনার। এর আগে পল ফল মিকেরেনকে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন তিনি। এ বছর তার এটি ২২ নম্বর ছক্কা। এর আগে ২১ ছক্কা নিয়ে তাওহিদ হৃদয়, জাকের আলী ও তানজিদ হাসানের সঙ্গে রেকর্ডটা ভাগাভাগি করছিলেন ইমন। তার বিদায়ের পর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট ডাচরা। নাসুম তিনটি এবং তাসকিন ও মুস্তাফিজ দুটি করে উইকেট নেন। ২১ রানে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন নাসুম।
সুত্র:বণিক বার্তা