শহীদ লাল মিয়ার স্মরণে মধুপুরে বৃক্ষরোপণ


জুলাই ’২৪ গণঅভ্যুত্থানে শহীদ লাল মিয়ার স্মরণে টাঙ্গাইলের মধুপুরে তার সমাধিস্থলে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের শহীদ লাল মিয়ার সমাধিস্থলে ‘এক শহীদ এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা জুবায়ের হোসেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মির্জা জুবায়ের হোসেন জানান, এই কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মৃতি সংরক্ষণ ও পরিবেশ সচেতনতায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যেই স্থানীয় প্রশাসনের এ উদ্যেগ।
মধুপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া, স্থানীয় জনপ্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।