ধনবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাস চালককে প্রাণ নাশের হুমকি!

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৫ পিএম, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | ৪২৯

টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বাস চালকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় প্রাণের ভয়ে শংষ্কায় দিন কাটাচ্ছেন ওই বাস চালক নূরনবী ও তার পরিবার।

ভোক্তভোগী বাস চালক নূরনবী অভিযোগ করে জানান, আমার পৈত্তিক সম্পত্তি নিয়ে একই এলাকার ওয়াজেদ আলী ও মোহাম্মদ আলীদের সাথে বিরোধ চলে আসছে  দীর্ঘদিন যাবত। এ ঘটনায় আদালতে মামলাও চলমান রয়েছে। আমাদের জমিতে আমরা ঘর নির্মাণ ও গাছ পালা লাগিয়েছি। বিবাদীরা স্থানীয় প্রভাবশালী কতিপয় কয়েক ব্যাক্তি ও তাদের বাহাম ভূক্ত লোকজন নিয়ে আমাদের ঘর বাড়ী ভাংচুর করার চেষ্টা করে। সেই সাথে ওই জমিতে আদালত ১৪৪ ধারা জরি করায় বিবাদীগন আপোষ মীমাংসা করার জন্য পুলিশি হয়রানি ও স্থানীয়ভাবে  চাপ প্রয়োগ করাচ্ছে। 

স্থানীয় ভাবে আপোষ মীমাংসা না হওয়ার কারণে ওই জমি থেকে ঘর বাড়ী ভাংচুর করে জায়গা খালি করে দিতে বলে আমাদেরকে প্রাণ নাশের হুমকি দেয় বিবাদীরা। তাদের হুমকিতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি।  কোর্ট থেকে জমির রায় পাওয়ার পরেও আমার দখলকৃত জমি থেকে উচ্ছেদ করার জন্য পায়তারা করছে।  এঘটনায় বর্তমান অন্তবর্তী সরকার সহ প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি।

স্থানীয় এলাকার কয়েক সচেতন ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, বিগত দিনেও নূরনবীরা মোহাম্মদ আলীদের সাথে বসে অপোষ মীমাংসা করার চেষ্টা করলেও বিবাদী মোহাম্মদ আলী ও ওয়াজেদ আলী’র অর্থের ও আওয়ামী লীগের প্রভাবে নূরনবীদের জমিতে প্রবেশ করতে দেননি। বর্তমানে নূরনবীদের জমি থেকে বাড়ী ভাংচুর সহ ওদেরকে মারপিট করার জন্য স্থানীয় কিছু নেতা-কর্মীরা ওঠে পড়ে লেগেছে। এঘটনায় সঠিক বিচার হওয়া দরকার।

ধনবাড়ী থানার  ওসি মো. এসএম শহিদুল্লাহ জানান, জমি সংক্রান্ত বিষয়ের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। ওই জমির বিষয়ে টাঙ্গাইল আদালত ১৪৪ ধারা জারি করেছে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে।