তারেক রহমানের পক্ষে শোক ও সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় টুকু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১২ পিএম, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ | ৬৩৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরোত্তমের সহধর্মিনী নাসরিন সিদ্দিকীর মৃতুতে শোক ও সমাবেদন জানিয়েছে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার রাতে টাঙ্গাইল শহরের কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসায় গিয়ে শোক জানান টুকু।
 
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সহ-সভাপতি আজিম উদ্দিন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
প্রসঙ্গত, গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। পরে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে গত ২৩ মে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। শনিবার (৭ জুন) দিবাগত রাত ১১টায় নাসরিন সিদ্দিকী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।