৬ষ্ঠবর্ষে পদার্পণ
মির্জাপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


টাঙ্গাইলের মির্জাপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা এবং আলোচনাসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জামান সুপার মার্কেটে জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় দৈনিক আমার সংবাদ মির্জাপুর উপজেলা প্রতিনিধি মোঃ সানোয়ার হোসনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য করেন, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক।
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা শাখা’র সভাপতি মোঃ মাজহারুল ইসলাম শিপলু, ঢাকা বিমান বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ সুমন সিকদার, জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, সাংবাদিকদের সমাজের বঞ্চিত মানুষের কথা তুলে ধরতে হবে, মাদকের বিরুদ্ধে সোচ্চার হতেও বলেন, সেই সাথে আমার সংবাদ পত্রিকার সফলতা কামনাও করেন তিনি।
সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেছেন, সাংবাদিকদের ন্যায়ের কথা লিখতে হবে। জুলুম অন্যায়ের প্রতিবাদী সংবাদ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে তিনি আহŸান জানান সাংবাদিকদের প্রতি।