পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে সশস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | ৬৮৬

পাকিস্তানের বেলুচিস্তানে শত শত যাত্রী বহনকারী একটি ট্রেনে সশস্ত্র হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। হামলার পর ট্রেনটি থামিয়ে দেয়া হয়। খবর বিবিসি।

বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নিশ্চিত করেছে যে, কোয়েটা থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা করেছে তারা। তাদের দাবি, ট্রেনটি এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় সাংবাদিকদের পাকিস্তানি পুলিশ জানিয়েছে, তারা খবর পেয়েছে, হামলায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন। পুলিশ আরো জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কাজ করছে।

উল্লেখ্য, হামলার প্রকৃত কারণ ও যাত্রীদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।