করোনায় আরো ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৬


দেশে গেল ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৮৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেল। এছাড়াও গেল ২৪ ঘণ্টায় আরো ৩০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩০৬ জন । এ নিয়ে মোট ২ হাজার ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
দেশে গেল ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বাড়তে থাকে সংক্রমণ। এই ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশ সরকারও সাধারণের চলাচল সীমিত করতে নানা পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়িয়ে সেই ছুটি এখনও চলছে।