ভারত থেকে ১১০০ কোটি টাকার ডিজেল আমদানি করছে বাংলাদেশ

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ | ৩৭২

ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসি। এতে খরচ হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা। গত রোববার সংস্থাটির পরিচালনা পর্ষদের ১০০০তম সভায় আমদানির এ সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এ ডিজেল আমদানি করা হবে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

 
 
সুত্র:বণিক বার্তা