টাঙ্গাইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৪ পিএম, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ | ৪২২

টাঙ্গাইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা পুলিশের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

এতে বক্তব্য রাখেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ পুপার সোহেল রানা, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

এ সময় পুলিশের অন্যন্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

মানবন্ধনে বক্তারা বলেন, বিশ্ব মানবাধিকার দিবসে বলতে চাই আমরা পুলিশ বাহিনী সদা সর্বদা সাধারণ মানুষের পাশে আছি ও থাকবো। যে কোন মুহুর্তে পুলিশ বাহিনী সাধারণ মানুষের ধারে ধারে থাকবে। আমরা মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোন কাজে জড়িত হবো না।