লালপুরে বসন্তবরন ও পিঠা উৎসব

লালপুর প্রতিনিধি (নাটোর)
প্রকাশিত: ০১:৫৫ পিএম, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৪৪

ঋতুরাজ বসন্তকে বরণ করতে নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা ক্লাবের আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, লালপুর থানা ওসি আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, মহিলা ক্লাবের সভাপতি আব্দুলপুর সরকারী কলেজের প্রভাষক উম্মে নিগার রেশমা এ্যানি, সাধারন সম্পাদক ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, লালপুর উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী জোবেদা খাতুন, নাটোর জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, সদস্য আব্দুস সাত্তার হিরু, ফিরোজ আল হক ভূইয়া প্রমুখ।

সালাহ্ উদ্দিন/এইচএইচ