টাঙ্গাইলে শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০১ পিএম, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪ | ৫৪১
টাঙ্গাইলে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা শ্রমিক দলের উদ্যোগে শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাছিম।

জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক প্রমুখ।

এ সময় বিএনপি এবং শ্রমিক দলের বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের শ্রমজীবী মানুষ সবচেয়ে কষ্টে দিনযাপন করেছে। নিত্যপণ্যের মূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বার বার তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ মানুষের ন্যায় শ্রমজীবীরাও ভালো ছিলো না। তাই আমাদের শ্রমিকদের কল্যাণে কাজ করতে হবে।