দেবীগঞ্জে আসক'র মতবিনিময় সভা

আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৬ পিএম, রোববার, ২৫ আগস্ট ২০১৯ | ৪৩০

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা হয়। আসক ফাউন্ডেশন দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি এ.বি.এম আসাদুল আলম প্রধান লিটনরে সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি আ.স.ম নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লগের সাধারন সম্পাদক হাসনাত জামান চৌধুরী জর্জ, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার।

এছাড়াও আসক ফাউন্ডেশনের পঞ্চগড় জেলা কমিটির উপদেষ্টা আমিনুল ইসলাম, জেলা কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি লুৎফুন নাহার লাকী, সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান রেজা ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমূখ।