মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে দুই ছিনতাইকারী আটক


কুমুদিনী হাসপাতালে এক রোগীর মায়ের মোবাইল ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার বিকেলে হাসপাতালের শিশু বিভাগ থেকে দারোয়ানদের সহায়তায় তাদের আটক করা হয়।
জানা গেছে, শনিবার বিকেলে কুমুদিনী হাসপাতালের শিশু বিভাগে এক রোগীর মায়ের মোবাইল হাত থেকে ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় ওই রোগীর মা চিৎকার করলে কর্তব্যরত দারোয়ানরা এসে ছিনতাইকারীদের ধরে ফেলে।
ছিনতাইকারীরা হল মির্জাপুর সদরের পুষ্টকামুরী গ্রামের ময়নাল ড্রাইভারের ছেলে জাহিদ আলম মেহেদি দিনাচপুর সদরের বাহাদুর বাজার গ্রামের খবু মিয়ার ছেলে সেলিম।
তাদের উত্তমমধ্যম দিয়ে মির্জাপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
মির্জাপুর থানার পরিদর্শক (এস আই ) হাফিজ বলেন আটককৃতদের বিরুদ্ধে থানায় অনেক অভিযোগ রয়েছে।