ট্রাম্পকে গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে : ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ | ৫২৩
ছবি-বাসস

ইরান সোমবার বলেছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে।

গাজাকে কেন্দ্র করে ইরান তার চিরশত্রু ইসরাইলের সাথে এক বছরেরও বেশি সময় ধরে হামাসের পক্ষে লড়াই করছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে একটি সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের (ট্রাম্প) গাজা উপত্যকায় ‘চলমান গণহত্যা বন্ধ করা উচিত।

সুত্র:বাসস