প্রথম আলো এসএমই পুরস্কার পেলেন টাঙ্গাইলের সাজিদ খান


আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২৩ পেয়েছেন টাঙ্গাইলের বাসাইলের কৃতি সন্তান সাজিদ খান।এবছর কৃষি উদ্যোক্তা হিসেবে তিনি এই পুরস্কার পেয়েছেন।
সাজিদ খান বাসাইল পৌরসভার পশ্চিম পাড়া এলাকার মোঃ সিরাজ উদ্দিন খানের ছেলে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিজয়ী স্কাইফ্লোরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাজিদ খানের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
স্কাইফ্লোরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাজিদ খান জানান,প্রথম আলোকে অভিন্দন জানাই এরকম সুন্দর অনুষ্ঠানের আয়োজনের জন্য। আমি টাঙ্গাইলের সন্তান। ১৬০০ জনের মধ্যে টপ ফাইভ বিজয় হয়েছি।আমি কৃষিতে এই পুরস্কার পেয়েছি।টাঙ্গাইলবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাই আশা করি টাঙ্গাইলবাসী আমার পাশে থাকবে ভবিষ্যতেও।
এসময় আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২৩ পেয়েছেন পাঁচ প্রতিষ্ঠানের ছয়জন উদ্যোক্তা। কৃষি, প্রযুক্তি, উৎপাদন, রপ্তানিশিল্প ও নারী উদ্যোক্তা এই পাঁচ শ্রেণিতে তাঁরা এই পুরস্কার পেয়েছেন। এ ছাড়া দুটি প্রতিষ্ঠানকে সম্মানজনক স্বীকৃতি দেওয়া হয়েছে।