নাগরপুরে উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক রানা গ্রেফতার

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৯৩

খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলার আশংকায় টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপি যুগ্ন-আহবায়ক ও নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আহম্মদ আলী রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে নাগরপুর থানা গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন বিএনপি নেতা রানার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রয়ারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরপুরে বিক্ষোভের প্রস্তুতি নেয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

বিক্ষোভ মিছিলে অপ্রীতিকর ঘটনার আশংকা থাকায় পুলিশ আহম্মদ আলী রানাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি ছড়িয়ে পরলে পন্ড হয়ে যায় বিক্ষোভ কর্মসূচি।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতা পরিস্থিতি এড়াতে তাকে আটক করা হয়েছে।