ভাসানী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজুলের পদত্যাগ


টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি ) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম পদত্যাগ করেছেন।
মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্রে স্বাক্ষর করে পদত্যাগ করেন তিনি।
শিক্ষার্থীরা গত ২ দিন ধরে তার পদত্যাগ দাবি করে আসছিলেন। গতকাল সোমবার কোষাধ্যক্ষের কার্যালয়ে তালাবদ্ধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যদিও কোষাধ্যক্ষ তার কার্যালয়ে ছিলেন না। আজ পুনরায় শিক্ষার্থীরা তার কার্যালয়ে যান।
প্রসঙ্গত, ২ আগস্ট তিনি কোষাধ্যক্ষ পদে যোগদান করেন।