গোপালপুরে নগদা শিমলা ইউনিয়নে বিএনপির গণসমাবেশ 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, সোমবার, ১৯ আগস্ট ২০২৪ | ৪৭৭
টাঙ্গালের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র গন সমাবেশ অনুষ্ঠিত।
 
সোমবার (১৯ আগস্ট) বিকেলে নগদা শিমলা পাবলিক স্কুল এন্ড কলেজ উচ্চ বিদ্যালয় মাঠে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ গন সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
বক্তারা বলেন বিএনপি নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ও সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
 
উক্ত গণ সমাবেশে নগদা শিমলা ইউনিয়নের বিএনপি'র সভাপতি মোঃ আবু হানিফ কিছলু এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেনিন, শহর যুব দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।