সখীপু‌রে আরো এক যুবক ক‌রোনায় আক্রান্ত

সজল আহমেদ
প্রকাশিত: ১০:৫২ এএম, বুধবার, ২২ এপ্রিল ২০২০ | ৬১৮

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে। তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন।

এ নিয়ে টাঙ্গাইলে ১৩ জন করোনা রোগী শনাক্ত হলো। এদের মধ্যে মঙ্গলবার রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১২টায় সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, সে সোমবার শরীরে হালকা জ্বর নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগ নিয়ন্ত্রণ রোগতত্ত্ব ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে মঙ্গলবার রাতে মুঠোফোনে ওই যুবক করোনায় আক্রান্ত বলে জানানো হয়।

তিনি আরো জানান, হালকা জ্বর ছাড়া তাঁর অন্য কোন উপসর্গ নেই। আজ বুধবার তার সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা নিজা বলেন, সংশ্লিষ্ট পরিবারগুলোকে লকডাউনের আওতায় আনা হবে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, মঙ্গলবার টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তাদের মধ্যে সখীপুরের ওই ব্যক্তিকে করোনা নমুনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়। তিনি ১৯ দিন আগে গ্রামের বাড়িতে আসেন। চার-পাঁচ দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। সোমবার তার নমুনা সংগ্রহ করা হয়।

তিনি আরো জানান, এখন পর্যন্ত টাঙ্গাইলে ৮৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। করোনা আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলায় ৪ জন, ভূঞাপুরে ৫ জন, মধুপুরে ১ জন, মির্জাপুরে ১ জন ও ঘাটাইলে ১ জন।