রায় প্রত্যাহারের দাবীতে বগুড়ায় বিএনপির বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪১ পিএম, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৪২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ঘোষনার পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা বিএনপি।

সমাবেশ থেকে রায় প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ সময় বিএনপি নেতারা খালেদা জিয়ার রায়কে ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করেন। তারা বলেন, এর মধ্যে দিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না।

এর আগে সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনের সড়ক পুলিশ কাটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখে। পুলিশি বাধার মধ্য দিয়েই নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

খালিদ হাসান/পিএইচ