খালেদা জিয়ার মামলার রায়

নাগরপুরে আওয়ামীলীগের আনন্দ মিছিল

নাগরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৪৯

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের খবরে তাৎক্ষনিকভাবে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকেই আওয়ামীলীগ ও তার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপজেলা মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে থাকে।

রায়ের পর থেকে দিনভর খন্ড খন্ড মিছিল বের করা হয়। এ সময় বিএনপির কোন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী চোখে পড়েনি। উপজেলা শহরে সকাল থেকে পুলিশি উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

সশস্ত্র অবস্থায় বিভিন্ন উপদলে ভাগ হয়ে পুলিশ অবস্থান নেয় শহরের একাধিক গুরুত্বপূর্ন স্থাপনায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য তল্লাশী চালানো হয় বিভিন্ন যানবহনে। যার ফলে উপজেলা শহরে সীমিত হয়ে পরে যানবহন চলাচল। এছাড়া রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পুলিশি তৎপড়তা ছিল ব্যাপক।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রায়কে কেন্দ্র করে উপজেলায় কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক এবং গোটা শহর এলাকা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলেরর নেতা কর্মীদের দখলে। দিনভর পুলিশি টহল ও আওয়ামীলীগ নেতা কর্মীদের মহড়ায় কার্যত বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্য়ালয় ও রাজপথে বের হতে পারেনি।

মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন এমপি, কেন্দ্রিয় আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক তারেক শামস খান হিমু, উপজেলা আওয়ামীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক মোঃ কুদরত আলী, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম খান অপু, যুবলীগ আহবায়ক মীর আহমেদ শাহীন সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।