শিবগ‌ঞ্জে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত

খা‌লিদ হাসান, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫২ পিএম, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮ | ৪৭০
বগুড়ার শিবগ‌ঞ্জের মোকামতলায় সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হ‌য়ে‌ছে।নিহত শিশুর নাম অাব্দুল হা‌মিদ(৭),সে শিবগঞ্জ উপ‌জেলার মোকামতলা ইউ‌নিয়‌নের পাচ পাইকা গ্রা‌মের হযরত অালীর ছে‌লে।
 
জানাযায়,মঙ্গলবার বিকাল ৫ টার দি‌কে বগুড়া-রংপুর মহাসড়‌কের মোকামতলা বাসস্ট্যা‌ন্ডে রাস্তা পার হবার সময় রাজশাহী থে‌কে জয়পুরহাট গামী এক‌টি বিঅারটিসি বাস তা‌কে চাপা দি‌লে ঘটনাস্থ‌লেই নিহত হয় সে।
 
‌মোকামতলা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের পু‌লিশ প‌রিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।#