ঘাটাইলে বিএনপি নেতা আটক

ঘাটাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫০ পিএম, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮ | ৯৯১
টাঙ্গাইলের ঘাটাইলে এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে ৷
 
আগামী ৮ ফ্রেব্রুয়ারী খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশংকায় ঘাটাইলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
 
অভিযানের অংশ হিসাবে আজ মঙ্গলবার ভোরে ঘাটাইল উপজেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানার পুলিশ।
 
সে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। উপজেলার পশ্চিম পাকুটিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
 
রাতে বিএনপির অন্যান্য নেতা-কর্মীদের বাড়িতেও তল্লাশি চালিয়েছে বলে জানায় বিএনপি নেতারা । ফলে দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতংক বিরাজ করছে।