শার্শায় যুব উন্নয়ন কর্মসূচির কেন্দ্র স্বীকৃতি সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ১০:২১ পিএম, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ | ৪৯৩
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে যশোরের শার্শায় পরিবারভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির (গ্রুপ ভিত্তিক ঋণের) কেন্দ্র স্বীকৃতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়।
 
উক্ত সভায় শার্শা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক শাহীদুল ইসলাম।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক খন্দকার জাকির হোসেন‌,‌ কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন‌ সহকারী  সেলিমুজ্জামান প্রমূখ।