সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের ব্যানার খুলে ফেললো বিশ্ববিদ্যালয়

এটা কি কোন সংবাদের বিষয়!' সাংবাদিককে প্রক্টর 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৯ পিএম, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ | ৮৪২
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের ব্যানার খুলে ফেলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক প্রতিবেদককে বলেন, 'এটা কি কোন সংবাদের বিষয়! ব্যানার লাগায়ে দিবে বলে থাকলে তো হয়েই গেল। আপনি তো সবই জানেন আমাকে রিং করেছেন কেন?' 
 
তিনি আরও বলেন,'আপনি আমাকে ভাই বলছেন কেন?'
 
বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের ব্যানার খুলে ফেলার অভিযোগ উঠেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগসহ আওয়ামীপন্থী শিক্ষকরা।
 
গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভা উপলক্ষে ব্যানার ফেস্টুন লাগায় ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ। এসময় বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের ব্যানার লাগায় ছাত্রলীগ নেতা মানিক শীল।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে গত ৪ অক্টোবর (বুধবার) থেকে ছাত্রলীগের লাগানো সকল ব্যানার খোলা শুরু করে নিরাপত্তা শাখায় কর্মরত কর্মচারীবৃন্দ। এরপর ছাত্রলীগ নেতা মানিক শীল অনুরোধ করলেও উন্নয়নমুলক কর্মকান্ডের ব্যানার খুলে ফেলা হয়।
 
এ বিষয়ে মানিক শীল বলেন, এধরনের ঘটনায় আমাদের ছাত্রলীগের নেতা-কর্মীসহ যারা আওয়ামী পন্থী আছেন সকলেই ক্ষুব্ধ। উন্নয়নমুলক কর্মকান্ডের ব্যানারে আমার ব্যক্তিগত কোন ছবি নেই। ছাত্রলীগের সাধারন কর্মী হিসেবে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের প্রচারণা চালাচ্ছি যা বিভিন্ন সরকারী অফিস বা দপ্তরেও প্রচারণা চালানো হচ্ছে। দুঃখজনক বিষয় হল, এ ঘটনায় কথা বলতে গেলে একে অপরকে দোষারোপ করে। তবে তারা আবার ব্যানার লাগিয়ে দিতে চেয়েছেন।
 
এ বিষয়ে এস্টেট শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ মুছা মিয়ার সাথে মুঠোফেনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।