রনচন্ডী হাই স্কুল কলেজে প্রীতি ফুটবল ম্যাচে ৩-১ গোলে স্কুল দল জয়ী

এস এম মোসফিকুর, নীলফামারী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৯ পিএম, সোমবার, ২৬ মার্চ ২০১৮ | ৪৯৯

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এদিন দেশের মানুষ মহা ধুম ধামে উৎযাপিত করে থাক দিনটি। নীলফামারীর জেলার কিশোরগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় দিনটি উৎযাপিত করা হয়।

সকাল ৮.০০ মিনিট থেকে সকাল ৮.৩০ মিনিটের মধ্যে উপজেলার সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সংগীত গাওয়া হয় ও প্যারেড করানো হয়। স্বাধীনতার উল্লাসে মেতে ছিল সবাই। কিশোরগঞ্জে রনচন্ডী হাই স্কুল এ্যান্ড কলেজে সকাল ৭.৪৫ মিনিটে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুকুল হোসেন ও রনচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবনেতা মোখলেছুর রহমান বিমান।

অনুষ্ঠানটির শুভ সূচনার পরে আনন্দ র‌্যালী, শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পন, প্যারেড, ক্রিড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটিতে সকল জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হওয়ার ফলে ভোর থেকেই বিদ্যালয় প্রাঙ্গনে ভিড় জমাতে থাকে হাজার হাজার অধ্যায়নরত ও প্রবীন শিক্ষার্থী, অভিভাবক, সুধী ও এলাকাবাসী। অনুষ্ঠানটির প্রধান আকর্ষন ছিল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্কুল শাখা ও কলেজ শাখার শিক্ষকদের প্রীতি ফুটবল ম্যাচটি।

অধ্যক্ষ মুুকুল হোসেনের পরিচালনায় ও সাবেক গভর্নিংবডির সদস্য আফসার আলি বাদাউ এর সঞ্চালনায় খেলাটি অনুষ্ঠিত হয়।খেলায় ৩-১ ব্যবধানে জয় লাভ করে। এ খেলায় ম্যান অফ দা ম্যাচ মোখলেসুর রহমান বিমান (৩গোল)
করেন।

খেলার স্টাইকার ও প্রতিষ্ঠানের ইবনুল হাসান তুষার গণমাধম কে বলেন পড়াশুনার পাশাপাশি সহশিক্ষার প্রয়োজন তাই আমরা মহান স্বাধিনতা দিবসে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে থাকি তাছাড়া এ বছর আমরা স্কুল শাখা মনোদাস স্যারের নেতৃত্বে ৩-১ গোলে জয় লাভ করে আমরা অনেক খুশি।

অত্র প্রতিষ্ঠানের আই সি টি শিক্ষক নারায়ন রায় গণমাধ্যম কে বলেন আমরা আমাদের প্রতিষ্ঠানে সকল জাতীয় দিবস যথাযথ মর্যাদার সহিত পালন করি।

অত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থি তাছনিম জান্নাত মণি জানায় আমরা আমাদের প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এসে খুবেই আনন্দিত এবং আমরা চাই আগামিতে অনুষ্ঠান আরো বড় পরিসরে হোক।