টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন


টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে ধলেশ্বরী নদীর ভাঙ্গন রোধে শুরু হয়েছে জিও ব্যাগ ফেলার কার্যক্রম। চেষ্টা চলছে নদীর তীরবর্তী গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার।
এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
এসময় এমপি ছানোয়ার বলেন , ধলেশ্বরী নদীর তীরবর্তী বেশি ভাঙ্গনকবলিত এলাকা রক্ষার্থে প্রকল্প গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। প্রায় ৫০ লক্ষ টাকার ব্যয়ে ২৫০ মিটার ১১ হাজার জিও ব্যাগ ফেলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়াও যমুনা নদীতে কুকুরিয়া হতে চরপৌলী প্রায় ১৮ কিলোমিটার ১৬০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধের কার্যক্রমও চলমান রয়েছে।
সরজমিনে দেখা যায়, ধলেশ্বরী নদীর মাহমুদ নগর ইউনিয়নে সোনামাইজাল,দুল,বারবাড়িয়া প্রতিবছরই ভাঙ্গনকবলিত। এসব এলাকায় বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে দিশেহারা নদীরপারের মানুষ। তাই সোনামাইজাল গ্রামে নদীর তীর রক্ষার্থে চলছে জিওব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন উপ- সহকারী প্রকৌশলী নুরুজ্জামান,সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, মাহমুদ নগর ইউনিয়ন চেয়ারম্যান মো.আসলাম সিকদার,সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,ছিলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সুয়ায়েত মোল্লা,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন সাজ্জাদ প্রমুখ।