মাহমুদনগর ইউনিয়নে

বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩ | ৪২৫
টাঙ্গাইল সদর উপজেলা মাহমুদ নগর ইউনিয়নে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
মঙ্গলবার (২৯ আগস্ট )  বিকেলে মাহমুদনগর গোল চত্বরে এ অনুষ্টানের আয়োজন করা হয়।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন। 
 
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন সাজ্জাদের সভাপতিত্বে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, জেলা আওয়ামী লীগের  সদস্য আকরাম হোসেন কিসলু,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন,কাজী শফিকুল মওলা দোয়েল,যুগ্ম সাধারণ সম্পাদক হর্যরত আলী,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।