৪ দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ পিএম, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯ | ৮৬২
চারদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। শুক্রবার (১২ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আগামীকাল দুই দেশের সরকার প্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে ভুটানের বাণিজ্য সুবিধার পাশাপাশি কৃষি ও স্বাস্থ্য খাতে কয়েকটি চুক্তি সই হতে পারে।

পহেলা বৈশাখ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পরিদর্শন করবেন ডাক্তার লোটে শেরিং।