উগান্ডার স্কুলে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৪০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১৬ পিএম, শনিবার, ১৭ জুন ২০২৩ | ৪৮১

পশ্চিম উগান্ডার একটি স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এ ঘটনায় আরো অনেকেই আহত রয়েছে বলেও জানানো হয়েছে সংবাদমাধ্যমের খবরে। এ ঘটনায় সশস্ত্র ধর্মীয় গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। 

হামলায় নিহতের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) সীমান্তবর্তী এমপন্ডওয়ে এলাকার লুবিরিরা মাধ্যমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার (১৬ জুন) এ হামলা চালায় ডিআরসির অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসের (এডিএফ) উগান্ডা শাখা।

আরো বলা হচ্ছে, হামলার পর সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের পিছু নেয় সেনাবাহিনী।