সাংবাদিক নাদিম হত্যায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আটক

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, শনিবার, ১৭ জুন ২০২৩ | ৬০১
ফাইল ছবি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে আটক করা হয়েছে। তাকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- র‌্যাব।

আজ শনিবার (১৭ জুন) দুপুরে সংশ্লিষ্ট একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে। তবে এখনো বিস্তারিত জানায়নি র‌্যাব।

সাংবাদিক নাদিম স্থানীয় প্রতিনিধি হিসেবে একটি জাতীয় স্তরের অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। গত ১৪ জুন রাত ১০টার দিকে বাড়িতে ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ দেখে ছয়জনকে আটক করে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।