মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসেসিয়েশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মাভাবিপ্রবি
প্রকাশিত: ১২:২৯ পিএম, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | ৪৯৯

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি ও মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু ও সাধারন সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদ উপহার সামগ্রী ১০৭ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। এতে চাল, ডাল, চিনি, তেল, পেয়াজ, আলু ও সেমাই দেয়া হয়।